বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন

ভারতের বিদায়, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ভারতের বিদায়, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বিকেলে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। সন্ধ্যায় সেই প্রতীক্ষার অবসান ঘটিয়েছে নেপাল। ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে রেশমার করা গোলে এগিয়ে গিয়েছিল নেপাল। ওই গোল ধরে রেখে মাঠ ছেড়েছে হিমালয়ের কন্যারা। ভারত শত চেষ্টা করেও নেপালের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেনি।

ভারতের বিদায়ে এই প্রথম নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট। আগের ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ কিংবা নেপালের ঘরে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি।

নেপাল এ নিয়ে ৫ বার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। আগের চারবারই ফাইনালে তারা হেরেছে ভারতের কাছে। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |