শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

আপডেট
চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্তমান সময়টা একচেটিয়াভাবে নারীদের দখলে। ফুটবল কিংবা ক্রিকেট, দুই ক্ষেত্রেই কান পাতলেই কেবল আনন্দের সংবাদ। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা-মারিয়া-সানজিদাদের ঐতিহাসিক কীর্তি এখন দেশের আপামর জনগণের আলোচনার প্রধান বিষয়।

ফুটবলে মেয়েদের বিশাল অর্জনের কারণে চাপা পড়ে গেছে বিশ্বকাপ বাছাইপর্বে নিগার সুলতানা জ্যোতির দলের কীর্তি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে এই মুহূর্তে আবুধাবিতে অবস্থান করছে টাইগ্রেসরা।

সেখানে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশের নারীরা। কেবল তাই নয়, বলা চলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জ্যোতির দল।

অন্যদিকে সমান ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের নারী দল। এদিকে গ্রুপ পর্বে টানা ২ হারে তলানিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের নারীরা।

গ্রুপ পর্বে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে একে অন্যের। সেই ম্যাচে যে দল জিতবে তারাই ৪ পয়েন্টি নিয়ে বাংলাদেশের সঙ্গী হবে সেমিফাইনাল খেলার পথে। অন্য দল বাদ পড়ে যাবে ২ পয়েন্ট নিয়ে।

এদিকে টাইগ্রেসরা নিজেদের শেষ ম্যাচ খেলবে দুর্বল যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে। সেই ম্যাচে জিতলে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা করে নেবে টাইগ্রেসরা। অসম্ভব কল্পনায় হারলেও ৪ পয়েন্ট থাকায় বাংলাদেশ নারী দলের শেষ চার মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের বাছাইপর্বে জ্যোতির দল প্রথম ম্যাচে আইরিশ নারীদের ১৪ রানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে স্কটিশ নারীদের ৬ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এই ম্যাচ জিতে সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের শিরোপা জয়ের জন্য উল্লাস এবং শুভকামনাও জানাতে দেখা গেছে তাদের।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে আনন্দ জানিয়ে টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে আমরা অনেক বেশি আনন্দিত। শুভকামনা বাংলাদেশ।’ তখন সমস্বরে সকলেই শুভকামনা জানায় বাঘিনীদের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |