শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

আপডেট
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত

গুঞ্জন সত্যি হলো এশিয়া কাপে অংশ নিতে আগামী বছর পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। আজ মঙ্গলবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে বিসিসিআই জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ খেলতে চায় ভারত।

বোর্ড সভা শেষে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ জানান, পাকিস্তানের মাটিতে পা রাখবে না ভারত। নিরপেক্ষ ভেন্যুতেই এশিয়া কাপ খেলতে আগ্রহী তারা।

জয় শাহ বলছিলেন, ‘এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে। আগেও এমনটা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানে যাবো না। সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলব।’

সবশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে করেছিল ভারত। সেবারও অবশ্য এক এশিয়া কাপ খেলতেই গিয়েছিল দলটি। পাকিস্তান সফরে যাওয়ার আগে সরকারের অনুমোদন প্রয়োজন ছিল বিসিসিআইয়ের। জানা গেছে বিসিসিআই সেই অপেক্ষাতেই ছিল এতোদিন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |