শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

আপডেট
ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশ

ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে দিল বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে রীতিমত উড়ছে বাংলাদেশ। গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের থামানোই যেন যাচ্ছে না। একের পর এক সফলতা বয়ে আনছে টাইগ্রেসরা। এবার অনুর্ধ্ব-১৫ নারী সাফ ফুটবল টুর্নামেন্টে ভুটানকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দুই দলের আগের মুখোমুখিতে বাংলাদেশ জিতেছিল ৮-০ গোলে।

টুর্নামেন্টে মাত্র তিন দেশ অংশগ্রহণ করছে। টানা তিন ম্যাচ হেরে ভূটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভূটানের জন্য শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভূটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল। শিরোপা জিততে সেই ম্যাচে নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসেবেও। প্রথম ম্যাচের মতো আজও দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করলেন সুরভি আকন্দ প্রীতি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |