শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

আপডেট
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অনিশ্চিত আফ্রিদি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অনিশ্চিত আফ্রিদি

 

বিশ্বকাপের ফাইনালে চোট পেয়েছিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি, তার সেই চোট যে গুরুতর সেটির ইঙ্গিতও পাওয়া গিয়েছিলো আগেই। এবার জানা গেলো সেই চোটের কারণে আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও আফ্রিদি খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
গত রোববার (১৩ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হাঁটুতে পুরনো চোট পান পাকিস্তান আফ্রিদি। এজন্য আফ্রিদিকে অন্তত দুই সপ্তাহ পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ক্যাচ নেওয়ার সময় হাঁটুতে ব্যথা পান আফ্রিদি। পরে বোলিং কোটার ৪ ওভার শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। তৃতীয় ওভারের প্রথম বল করার পর অস্বস্তি নিয়ে মাঠ বাইরে চলে যান ২২ বছর বয়সী আফ্রিদি। শেষ পর্যন্ত ফাইনালে ৫ উইকেটে হারে পাকিস্তান।
আফ্রিদির ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, আফ্রিদির ডান হাঁটুর স্ক্যান রিপোর্টে কোন আঘাতের লক্ষণ পাওয়া যায়নি। ইংল্যান্ডের হ্যারি ব্রুককে আউট করার পর বাঁকানোভাবে পড়ে যাবার কারনে অস্বস্তিবোধ করেন তিনি।
এক বিবৃতিতে পিসিবি আরও জানায়, ‘পুনর্বাসন এবং কন্ডিশনিং প্রোগ্রামের মধ্যে থাকবে আফ্রিদি। এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |