শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

আপডেট
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপক মারপিট

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ব্যাপক মারপিট

বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকের মধ্যে ব্যাপক মারপিট হয়েছে। দুই দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হন। মঙ্গলবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে হেরে গেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। বৃহস্পতিবার বিশ্বকাপ খেলতে নামবে ব্রাজিল।

এদিন সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগেই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা মারামারিতে লিপ্ত হন। ভারতের কেরালার কোল্লাম জেলায় এমনটি ঘটে। সেই মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার কাতার বিশ্বকাপ শুরুর দিনেই এ ঘটনা ঘটেছে। দুই দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। লোহার রড নিয়ে দুই দলের সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যান। ব্যাপক মারামারি, হাতাহাতি হয়। ঘটনা দেখে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যস্থতাতেই বিষয়টি থেমে যায়। তবে জখম হয়েছেন দুই দলের বেশ কিছু সমর্থক।

পুলিশ অবশ্য এ ঘটনায় কোনো মামলা দায়ের করেনি। কারণ কোনোপক্ষই অভিযোগ জানায়নি। তবে যিনি সেই ঘটনার ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

পুলিশের দাবি সেই ভিডিও দেখে অন্যত্র সমর্থকদের মধ্যে ঝামেলা হতে পারে। টুইটার থেকে সেই ভিডিও সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |