শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

আপডেট
ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, সরকারের উদ্দেশে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নাগালে না এলে মানুষ রাস্তায় নামতে পারে : হাসনাত এবার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেফতার শাহবাগে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভে মাদারীপুরে মুদি দোকানিকে হাতুড়িপেটা করে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই রাজধানীতে ৭৭ লিটার দেশি মদসহ কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ জেলা যুবলীগ নেতা গ্রেফতার আড়াই মাস পর প্রকাশ্যে, মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল ফুলবাড়িয়ায় সাবেক এমপি-ওসি-মেয়রসহ ১৮৫ জনকে আসামি করে মামলা দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলা আহত ৩
লিটনের ক্যাচে নির্বাক কোহলি

লিটনের ক্যাচে নির্বাক কোহলি

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। টসে জিতে বোলিংয়ে নেমে শুৃরুতেই শিখর ধাওয়ানকে ফেরান টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। এরপর জুটি গড়েন রোহিত ও কোহলি।
তবে এই দুই তারকা ভয়ংকর রূপ ধারণ করার আগেই বল হাতে আক্রমনে এসে রোহিত-কোহলির শিকার করেন সাকিব। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিতের উইকেট তুলে নেন সাকিব। এর দুই বল পরেই কোহলিকেও ক্যাচের ফাঁদে ফেলেন তিনি।
সাকিবের সামনের লেন্থের বল কভারের উপর দিয়ে মারতে চেয়েছিলেন বিরাট। কিন্তু তার সেই শট বাজপাখির মতো উড়াল দিয়ে তালুবন্দি করে ফেলেন টাইগার অধিনায়ক লিটন দাস। আউট হয়েও যেনো বিশ্বাস হচ্ছিল না কোহলির। নির্বাক হয়ে তাকিয়ে ছিলেন লিটনের দিকে।
এদিন মিরপুরের হোম অব ক্রিকেটে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাটিং করতে নেমে ভারতীয় দুই ওপেনার রোহিত ও ধাওয়ান ২৩ রানের জুটি গড়ে ফেলেন। তবে মিরাজ দলীয় ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম আঘাত হানেন। ধাওয়ানকে ব্যক্তিগত ৭ রানে বোল্ড করে ফেরান তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে কোহলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক রোহিত। তবে এই দুই তারকা ব্যাটসম্যান ২৫ রানের বেশি যোগ করতে পারেননি। দলীয় ৪৮ রানের মাথায় সাকিবের এক ওভারেই টালমাটাল হয়ে যায় ভারতীয় ব্যাটিং। সাকিব ম্যাচে প্রথমবার বল হাতে নিয়েই এক ওভারেই তুলে নেন রোহিত এবং কোহলি দুইজনকেই।
রোহিত ২৩ রান করে সাকিবের আর্মার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। কোহলি করতে পারেন মোটে ৯ রান। অবশ্য কোহলির উইকেটের জন্য সাকিবের চেয়েও বেশি কৃতিত্ব দেওয়া যায় অধিনায়ক লিটনকেই। সাকিবের বলে সামনে পুশ করে সিঙ্গেলই হয়ত নিতে চেয়েছেন কোহলি। তবে লফটেড বলটি নিজের ডানদিকে ঝাঁপিয়ে দারুণভাবে তালুবন্দী করেন লিটন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |