শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন

লিটনের ক্যারিয়ার সেরা, এগিয়েছেন সাকিব-তাসকিনরা

লিটনের ক্যারিয়ার সেরা, এগিয়েছেন সাকিব-তাসকিনরা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। তার দুর্দান্ত বোলিং র‌্যাঙ্কিংয়েও প্রভাব ফেলেছে। উঠে এসেছেছেন বোলারদের তালিকায় সেরা অবস্থানে। ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। বুধবার (৫ এপ্রিল) ক্রিকেটার র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে তাসকিন এখন টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় ৩৬তম।

সিরিজে তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ২৭ রানে ৩ ও শেষ ম্যাচে ২৮ রানে নেন ১ উইকেট।

ব্যাটারদের তালিকায় লিটন এগিয়ে এসেছেন ২১ নম্বরে। যেখানে তার সঙ্গী নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।যা লিটনের ক্যারিয়ার সেরা অবস্থান। সিরিজে লিটনের ব্যাটে আসে যথাক্রমে ৪৭, ৮৩ ও ৫ রান। ৪৭ রানের ইনিংসটি খেলেছেন ২৩ বলে, ৮৩ রানেরটি মাত্র ৪১ বলে। সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব খেলেছেন ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস। আর তাতে তার বর্তমান ব্যাটিং অবস্থান এগিয়েছে এক ধাপ, আছেন ৬২ নম্বরে।

সবমিলিয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন আগের মতো ভারতীয় সুরিয়া কুমার যাদব। যেখানে বোলারদের তালিকায় চূড়ায় আফগান লেগ স্পিনার রাশিদ খান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |