রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন

সিজেকেএস’র আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ, ৩রৌপ্য পদক অর্জন

সিজেকেএস’র আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ, ৩রৌপ্য পদক অর্জন

সিজেকেএস'র আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ ,৩রৌপ্য পদক অর্জন

স্পোর্টস ডেস্ক : নেপালের বারা শহরে নিজগড়ে অনুষ্ঠিত ১ম গাধিমাই আন্তর্জাতিক তায়কোয়ানদো চ্যাম্পিয়শীপ ২০২৩ এ সিজেকেএস তায়কোয়ানদো কমিটির যুগ্ন সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জনাব আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বাংলাদেশ তায়কোয়ানদো দল ২টি স্বর্ণ ও ৩রৌপ্য পদক অর্জন করে সিজেকেএস (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)। আকাশ পাল (পুমসে) পুরুষ ১৮+ বয়স শ্রেণী ১টি স্বর্ণ ও পুরুষ অনূর্ধ্ব- ৬৩ কেজি ওজন শ্রেণীতে (গেরোগী) ১টি রৌপ্য পদক, জান্নাতুল তামান্না তাবাচ্ছুম (পুমসে) মহিলা ১৮+ বয়স শ্রেণী ১টি স্বর্ণ ও মহিলা অনুর্ধ ৫৩ কেজি ওজন শ্রেণীতে (গেরোগী) ১টি রৌপ্য পদক ও মারযুক রহমান (পুমসে) পুরুষ অনুর্ধ ১৮ বয়স শ্রেণী ১টি রৌপ্য অর্জন করে। এ গেমসে বাংলাদেশ, নেপাল,ভুটান,ভারত,কোরিয়া ও জাপান অংশগ্রহন করে। এ গেমসে্ বাংলাদেশ তায়কোনডো দলের কোচ ও ম্যানাজারের দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল নোমান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |