রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

একদিনে কয়েকটি রেকর্ড ইংল্যান্ডের, রানচাপায় আয়ার‌ল্যান্ড

একদিনে কয়েকটি রেকর্ড ইংল্যান্ডের, রানচাপায় আয়ার‌ল্যান্ড

একদিনে কয়েকটি রেকর্ড ইংল্যান্ডের, রানচাপায় আয়ার‌ল্যান্ড

 

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতিতে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে তারা লর্ডসে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে ইংলিশরা। ওভারপ্রতি ৬ রানের বেশি নিয়ে দেড়দিনেই তারা ৫২৪ রান সংগ্রহ করেছে। যেখানে রেকর্ড গড়েছেন দুই ইংলিশ ব্যাটার জো রুট, ওলি পোপ ও বেন ডাকেট। ৩৫২ রানে লিড নেওয়া ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে আইরিশরা। এতে বড় ব্যবধানে হারের শঙ্কাও রয়েছে।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে মাত্র ১৭২ রানে গুটিয়ে ফেলে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। প্রথম দিনেই তারা ১ উইকেটের বিনিময়ে ১৫২ রান তুলে ফেলে। এরপর দ্বিতীয় দিনে খেলতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান দুই ব্যাটার বেন ডাকেট ও ওলি পোপ। পোপ ঝড়ের গতিতে ব্যক্তিগত দ্বিশতকের গণ্ডি পেরিয়ে যান। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন ডাকেট।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |