রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

কোচিংয়ের প্রস্তাব দেবে বিসিবি, অপেক্ষায় আশরাফুল

কোচিংয়ের প্রস্তাব দেবে বিসিবি, অপেক্ষায় আশরাফুল

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সংযুক্ত আরব আমিরাতে এই কোর্স সম্পন্ন করেছেন দেশের ক্রিকেটের এই প্রথম সুপারস্টার। আবুধাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই কোর্সের আয়োজন করেছিল। সেখানে আশরাফুলদের প্রশিক্ষকদের মধ্যে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও।

বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে প্রথম ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে আশরাফুলের ভূমিকা অগ্রগণ্য। তবে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে পারেননি। একইভাবে সম্ভব হয়নি ঘরোয়া ক্রিকেটকেও আনুষ্ঠানিক বিদায় বলার। বয়স বেড়ে এখন ৩৯ চলছে, ফলে ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারও বাড়িয়ে নেওয়ার সুযোগ কম। তাই তো পড়ন্ত বেলায় ভবিষ্যতের কথা ভেবে কোচিংয়ের দিকে মনোযোগ অ্যাশের

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |