রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

পিএসজি ছাড়ছেন রামোস, যোগ দিচ্ছেন অ্যাসেনসিও

পিএসজি ছাড়ছেন রামোস, যোগ দিচ্ছেন অ্যাসেনসিও

পিএসজি ছাড়ছেন রামোস, যোগ দিচ্ছেন অ্যাসেনসিও

স্পোর্টস ডেস্ক: ফরাসি জায়ান্ট পিএসজির সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। একের পর এক ফুটবলার ক্লাব ছাড়ার আলোচনায় যোগ দিচ্ছেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরগরম ছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির ফরাসি শিবির ছেড়ে যাওয়ার খবরে। তবে তার আরও কয়েকজন আগামী মৌসুমে পিএসজিতে থাকছেন না। তাদের একজন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। আজ (৩ জুন) শেষ ম্যাচ দিয়ে তার পিএসজি অধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে রামোসের স্বদেশী ফরোয়ার্ড মার্কো অ্যাসেনসিও যোগ দিচ্ছেন ফরাসি ডেরায়। বিদায়ের বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে জানিয়ে পোস্ট করেছেন রামোস, ‘আগামীকালের (আজ) দিনটি আমার জন্য বিশেষ।

কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে। আমি জানি না কতগুলো জায়গাকে আপনি ঘর বলে উল্লেখ করতে পারেন। কিন্তু কোনো সন্দেহ ছাড়াই পিএসজি, এর সমর্থকেরা এবং প্যারিস আমার সেসব ঘরের একটি। বিশেষ দুটি বছরের জন্য আপনাদের ধন্যবাদ।’ পিএসজির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও রামোসকে নিয়ে একাধিক টুইট করা হয়েছে। একটি টুইটে রামোসকে নিয়ে ক্লাবটি লিখেছে, ‘একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পিএসজির হয়ে রামোসকে লড়তে দেখাটা ক্লাবের জন্য আনন্দের ছিল। ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা।’ পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, ‘সার্জিও নেতৃত্ব, দলীয় চেতনা এবং পেশাদারিত্বের সঙ্গে অভিজ্ঞতা মিলে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। এটা তাকে সত্যিকার অর্থে ফুটবল কিংবদন্তীতে পরিণত করছে। তাকে প্যারিসে পাওয়া গৌরবের ব্যাপার ছিল।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |