রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

দলের সহ-অধিনায়ক নিয়ে যা বললেন তামিম

দলের সহ-অধিনায়ক নিয়ে যা বললেন তামিম

দলের সহ-অধিনায়ক নিয়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ টেস্ট দলে সহ-অধিনায়কের পদ থাকলেও বাকি দুই ফরম্যাটে এই দায়িত্বে কেউ নেই। ফলে ওয়ানডে ফরম্যাটে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানের নেই কোনো ডেপুটি। তবে অধিনায়ক তামিমের কাছে ওয়ানডে দলের সহ-অধিনায়ক নিয়ে জানতে চাওয়া হলে সেই সিদ্ধান্ত বিসিবির হাতে ছেড়ে দিয়েছেন।আজ (৪ জুলাই) চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম। এই সময় তিনি বলেন, ‘অধিনায়ক, সহ-অধিনায়ক ঠিক করবে বোর্ড। এখানে আমার রায় কি সেটা গুরুত্বপূর্ণ নয়। এটা পুরোটাই বোর্ডের ব্যাপার কে অধিনায়ক কিংবা সহ-অধিনায়ক হবে। আমার মনে হয়না পৃথিবীর কোনো অধিনায়ক বলে আমার এই সহ-অধিনায়কটা দরকার। অথবা আমার অমুকরে দরকার।

বোর্ড যদি অনুভব করে তখন তারা সিদ্ধান্ত নেবে। সেখানে দলের যে কেউই হতে পারে।’ ‘আমি নিশ্চিত আমাদের দলে অনেক খেলোয়াড় আছে যারা এই কাজটা ভালোভাবে করতে পারবে। বোর্ড যদি এরকম (সহ-অধিনায়ক) কোনো সিদ্ধান্ত নেয় তা অবশ্যই দারুণ ব্যাপার হবে। স্বাভাবিকভাবেই তো সব ফরম্যাটে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক থাকে’, যোগ করেন তামিম। এর আগেরদিন দলের অধিনায়কত্ব নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও কথা বলেছিলেন। কয়েকজনের নাম উল্লেখ করে এই কোচ বলেছিলেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |