রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিন ক্রিকেটার

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিন ক্রিকেটার

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিন ক্রিকেটার

বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ দুপুরে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সতীর্থদের এ সিরিজকে হাল্কাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছেন অধিনায়ক তামিম। ওয়ানডে সিরিজে সফরকারীরা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বলেও জানিয়েছেন টাইগার অধিনায়ক।

বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও গাজী টিভি। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচই হবে চট্টগ্রামে।

প্রথম দুটি সিরিজের দুটি শিরোপাই ঘরে তুলেছে বাংলাদেশ। ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের অবস্থান পাকাপক্ত। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।

এমন ম্যাচে মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটার মুশফিকুর রহিম এবং কাটার মাস্টার খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

তিন ম্যাচ সিরিজের দুটি ম্যাচ খেললেই প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ২৫০ ওয়ানডে খেলার মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

অন্যদিকে সিরিজে ৪ উইকেট তুলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান।

ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁতে ২ উইকেট দরকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |