রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

লঙ্কা লিগে ফিফটি দিয়ে শুরু হৃদয়ের

লঙ্কা লিগে ফিফটি দিয়ে শুরু হৃদয়ের

লঙ্কা লিগে ফিফটি দিয়ে শুরু হৃদয়ের

র্স্পোটস ডস্কে : এলপিএলে নিজের প্রথম ম্যাচে ফিফটি করেছেন বাংলাদেশের ক্রিকেটার তাওহিদ হৃদয়। তার ফিফটির কল্যাণে জাফনা কিংস পেয়েছে লড়াই করার মতো পুঁজি। এবারের এলপিএলের প্রথম ম্যাচে হৃদয়ের দল জাফনা মুখোমুখি হয় কলম্বো স্ট্রাইকার্সের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে জাফনা।

পাওয়ার প্লের ৬ ওভারে ৪৩ রান তুললেও দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও নিশান মাদুশকাকে হারায় তারা। চার নম্বরে ব্যাট করতে নামেন হৃদয়। তিনি উইকেট আসার খানিক পরই আউট হয়ে ফেরেন চারিত আসালাঙ্কাও। হৃদয়ের ওপর ভার পড়ে ইনিংস গঠন করে দলকে লড়াই করার মতো রান এনে দেওয়ার। সে কাজটা তিনি ভালোভাবেই করেছেন। আসালাঙ্কার সঙ্গে তৃতীয় উইকেটে ২৪ রানের পর প্রিয়ামল পেরেরার সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে তোলেন ৪১ রান। এরপর পঞ্চম উইকেটে দিমুথ ভেলালেগেকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি।

চামিকা করুনারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৪টি চার ও ১টি ছয়ে হৃদয় করেন ৫৪ রান। জাফনার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস এটাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন ভেলালাগে। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে জাফনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |