রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

অধিনায়ক খুঁজতে জরুরি সভায় বসছে বিসিবি

অধিনায়ক খুঁজতে জরুরি সভায় বসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার রাতেই জরুরি বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সভার পরপরই আরেকটি জরুরি বোর্ড সভা ডাকা হয়। আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এই বোর্ড মিটিংয়ের মূল এজেন্ডা অধিনায়ক ইস্যু। এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক কে হবেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই এই বোর্ড মিটিং ডাকা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবারই টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেও গুঞ্জন রয়েছে।

ধারণা করা হচ্ছে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই ঘোষণা করা হবে। সবদিক বিবেচনায় সাকিবই যে পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন সেটি মানেন নাজমুল হাসান পাপনও।

শনিবার (৫ আগস্ট) সাকিবের অধিনায়ক ইস্যুতে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

সাকিবকে অধিনায়কের দায়িত্ব দিতে চাইলে সেক্ষেত্রে তিনি রাজি হবেন কি না সে প্রশ্নও থেকে যায়। এ সম্পর্কে পাপন বলেন, ‘এখন পর্যন্ত পছন্দ ঠিক করিনি। কারণ ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। অনেক সময় অনেক প্লেয়ারকে বললে, সে নাও রাজি হতে পারে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |