রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

আপডেট
ময়মনসিংহে গুম-খুনের আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের মামলায় কিং আলী গ্রেপ্তার এস আলমের অর্থপাচারে দেউলিয়া প্রায় ৬ ব্যাংক বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠন “সভাপতি আজিবুর, সম্পাদক তানভীর, সহ-সভাপতি সোহেল বিন আজাদ” বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আওয়ামী লীগ জুলুমবাজ দল: জামায়াত আমির জামায়াতের কর্মী সম্মেলনে কুরআনের আয়াত পড়ে বক্তব্য দিলে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পবিবর্তনে হাল ধরতে হবে: মাসুদুর রহমান কক্সবাজারে এক নারী মানষিক ভারসাম্যহীন হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা  টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
সাকিবকে নিয়ে বড় সুখবর

সাকিবকে নিয়ে বড় সুখবর

সাকিবকে নিয়ে বড় সুখবর

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গৌহাটিতে ওয়ার্ম-আপ ম্যাচের শুরুতে দুঃসংবাদ দেন ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। তিনি জানান, আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফলে লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। তার পরিবর্তে লাল-সবুজ জার্সিধারীদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

মুহূর্তেই সাকিবের ইনজুরির খবর ভাইরাল হয়ে যায়। এতে আগামী ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ এবং ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা জাগে।

বিশ্বকাপের স্কোয়াডে নেই তামিম ইকবাল। এতে বিতর্কে জেরবার বাংলাদেশ দল। এর মধ্যে সাকিবের চোট টিম টাইগার্সের জন্য বড় আঘাত হয়ে আসে।

এরই মধ্যে স্বস্তির সংবাদ দিলেন বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন সাকিব।

সুজন বলেন,২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে অবশ্যই খেলবে সাকিব। তার ইনজুরি মোটেও গুরুতর নয়।ওই ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবে সে।

তিনি বলেন, সাকিবের হালকা অস্বস্তি ছিল। পূর্ব সতর্কতা হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছিল। তবে শুনছি, তার ইনজুরি নিয়ে দেশে তোলপাড় চলছে। আসলে গুরুতর কিছু হয়নি। আমি জোর দিয়ে বলছি, ৭ অক্টোবর আফগানদের বিপক্ষে অবশ্যই খেলবে সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমানকেও বিশ্রাম দেয়া হয়েছিল।তবে দলের দরকারে দুজনকেই খেলানো হতো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |