রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

আপডেট
শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা টাকা ফেরতের আশ্বাসে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা জারি পটিয়া স্কুল মাঠে এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের জানাজা সম্পন্ন আমিও প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেব: শান্ত মান্দায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই ছাত্র আন্দোলনে হামলার মামলায় টঙ্গীর সাবেক ২ কাউন্সিলর গ্রেফতার বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের ১২শ নেতাকর্মীর নামে মামলা
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

খেলাধুলা  সংবাদ : কাতার বিশ্বকাপ জয়ের পর মাঠের পারফরম্যান্সে চলতি বছরটাও দারুণ যাচ্ছে আর্জেন্টিনার। মূল দল থেকে শুরু করে যুব দলও পাচ্ছে সাফল্যের দেখা। ইতোমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা। ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়বে মেসির উত্তরসূরীরা।

শুক্রবার (২৪ নভেম্বর) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের যুবাদের। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয় জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর্জেন্টিনা ম্যাচটিতে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয়। দলের হয়ে তিনটি গোলই করেন ‘জুনিয়র মেসি’ তকমা পাওয়া অধিনায়ক ক্লাউডিও এচেভেরি।

ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার যুবাদের লড়তে হবে শক্তিশালী জার্মানির বিপক্ষে। আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

গ্রুপ পর্বে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ৩ ম্যাচের ২টিতে জয় ও একটিতে পরাজয়ের স্বাদ পায় তারা। ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মেসির উত্তরসূরীরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |