রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

আপডেট
শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা টাকা ফেরতের আশ্বাসে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা জারি পটিয়া স্কুল মাঠে এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের জানাজা সম্পন্ন আমিও প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেব: শান্ত মান্দায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই ছাত্র আন্দোলনে হামলার মামলায় টঙ্গীর সাবেক ২ কাউন্সিলর গ্রেফতার বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের ১২শ নেতাকর্মীর নামে মামলা
মাগুরার পথে সাকিব, সঙ্গে বিশাল গাড়িবহর

মাগুরার পথে সাকিব, সঙ্গে বিশাল গাড়িবহর

অনলাইন  ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর আজ বুধবার প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকা মাগুরায় যাচ্ছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নির্বাচনি সফরে সঙ্গী হয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু। আছেন ক্রিকেটার আল-আমিন জুনিয়রও।

বুধবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল গাড়ি বহর নিয়ে নিজের নির্বাচনি এলাকার পথে যাত্রা করেন সাকিব। তার গাড়িবহর পদ্মা সেতু হয়ে ১৫৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছাবে জন্মভূমি মাগুরা শহরের কেশব মোড়ে। তার এই বহরে জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও আছেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব।

এরপর দলীয়ভাবে মাগুরা-১ আসনের মনোনয়ন দেওয়া হয় তাকে। নৌকা মার্কার প্রার্থিতা নিশ্চিতের পরেই নিজ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন সাকিব। বনানী পুরাতন ডিওএইচএসের ঠিকানা পাল্টে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঠিকানা ব্যবহার করবেন এখন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |