রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

আপডেট
শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা টাকা ফেরতের আশ্বাসে প্রতারণা, ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা জারি পটিয়া স্কুল মাঠে এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের জানাজা সম্পন্ন আমিও প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দেব: শান্ত মান্দায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল পারিবারিক কলহে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড দিনের আলোয় গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই ছাত্র আন্দোলনে হামলার মামলায় টঙ্গীর সাবেক ২ কাউন্সিলর গ্রেফতার বৈষম্যহীন ফলাফলের দাবিতে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের ১২শ নেতাকর্মীর নামে মামলা
সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে: পাপন

সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে: পাপন

অনলাইন  ডেস্ক: দেশের ক্রিকেট যাচ্ছিল বেশ দুর্দিনের ভেতরই। বিশ্বকাপ পারফরম্যান্সের হতাশা ছিল। চারদিকে এর কারণ অনুসন্ধানে আলোচনা-সমালোচনাও কম নেই। এর মধ্যে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের দল কিছুটা আলোচনার বাইরে থেকেই নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়ে দিয়েছে।   সিলেটে ১৫০ রানের ওই জয় টেস্ট ক্রিকেটে বেশ বড় জয় বাংলাদেশের জন্য। এরপর থেকে কিছুটা উচ্ছ্বাসও ফিরেছে দেশের ক্রিকেটে। ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত অবশ্য আগেই জানিয়েছিলেন, এখনও কেবল অর্ধেক কাজ হয়েছে। বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এর আগে সোমবার রাতে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে টিম হোটেলে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনিতে তিনি প্রতি সিরিজেই নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন। এদিন হোটেল থেকে বের হওয়ার পর ক্রিকেটাররা তার কাছে বোনাস চেয়েছেন কি না এমন প্রশ্ন করা হয়। উত্তরে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল, আমি বলেছি ওটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই। ’

‘এখানে সিরিজটা প্রথম ম্যাচ সিলেটে হয়েছে যেখানের উইকেটটা ভালো ছিল। এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে। ওখানে ব্যাটারদের জন্য ছিল, স্পিনারদের জন্য ছিল, পেসারদের জন্যও ছিল, বাউন্সও ছিল, সবেই ছিল। এরকম সাধারণত আমরা দেখি নাই। এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে। ’

দ্বিতীয় টেস্টটি মিরপুরে হওয়াতে বেশি আশাবাদী পাপন। তিনি বলেন, ‘পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুর। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |