সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

আপডেট
কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
খুন হয়েছেন ম্যারাডোনা, খুনিকে চেনেন বলেও দাবি পুত্রের!

খুন হয়েছেন ম্যারাডোনা, খুনিকে চেনেন বলেও দাবি পুত্রের!

অনলাইন  ডেস্ক: বিশাল এক অভিযোগ করেছেন দিয়েগো ম্যারাডোনার ছেলে ম্যারাডোনা জুনিয়র। তিনি অভিযোগ তুলেছেন, খুন করা হয়েছে তার বাবাকে। কে ম্যারাডোনাকে খুন করেছেন তা-ও নাকি জানেন এই কিংবদন্তির ছেলে। ২০২০ সালের নভেম্বর মাসে মারা গেছেন ম্যারাডোনা। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে তখন জানিয়েছিলেন চিকিৎসক। এতদিন পরে খুনের অভিযোগ তুলেছেন তার ছেলে।সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেই সময় ম্যারাডোনার চিকিৎসা করা চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে খুনের তদন্ত চলছে।

আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। যদিও ম্যারাডোনার ময়নাতদন্তের রিপোর্ট বলছে যে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে তার।ম্যারাডোনার ছেলে জানিয়েছেন, বাবার খুনিদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। জুনিয়র বলেন, ‘তদন্ত চলছে। আর্জেন্টিনার বিচারব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। ওরা আমার বাবাকে খুন করেছে। খুনির নাম বলা আমার কাজ নয়। কিন্তু আমি জানি কে খুন করেছে। দোষীর শাস্তি না হওয়া পর্যন্ত আমি লড়ব।’আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা বেঁচে থাকার সময় বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনো নিজের ব্যক্তিগত জীবনের জন্য, আবার কখনো মাদক সেবনের জন্য খবরের শিরোনামে থেকেছেন ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী ফুটবলার। এবার তার মৃত্যু নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

 

 

 

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |