সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

আপডেট
কক্সবাজারে স্বৈরাচারের ‘দোসর’ সাংবাদিকদের তালিকা প্রকাশ করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদগঞ্জে একই ব্যক্তির সরকারি চাকরিতে বয়স ৫১, মুক্তিযোদ্ধা ভাতায় ৭১! আগের দিন অভিযোগ, পরদিন প্রত্যাহার, ৮৮ দিনে পদোন্নতি ফরিদপুরের সাবেক টিআই দম্পতির আরও সোয়া ৭ কোটি টাকার সম্পদ জব্দ অবৈধভাবে শতকোটি টাকার মালিক, এসপি শাহজাহানের বক্তব্য জানতে চায় দুদক রাজশাহীতে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এ এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করল তরফদার, বিজয় নিশ্চিত ইমরুলের পুলিশের থাকা-খাওয়ার মান সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের শিক্ষা বোর্ডে পাথর-লাঠি-কাঠ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
ইন্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন বিএএফ ঢাকা শাহীন কলেজ

ইন্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন বিএএফ ঢাকা শাহীন কলেজ

একেএম, রুহুল আমিন স্বপন ( বিশেষ প্রতিনিধি):  ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতা -২০২৪ এর আজকে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মাঠে ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১০ ওভারের ম্যাচে টছে জিতে ব্যাটিং নেয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

পুরো ১০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে,আলিফ-১৬* ও আরিফের -১৫ এর বদৌলতে ৪৩ রানের মামুলি স্কোর দার করায়। শাহীন স্কুলের ক্যাপ্টেন প্রিন্স একাই ৪ উইকেট ভাইস ক্যাপ্টেন অগ্নি ১ উইকেট দখল করে। জবাবে বিএএফ ঢাকা শাহীন স্কুল ৬.৩ ওভারে প্রিন্স -১৯ ও আরাফাতে অপরাজিত ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।

সেমিফাইনালে ঢাকা বিএএফ শাহীন কলেজ , কুর্মিটোলা শাহীন কলেজ কে। আর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সিভিল এ্যাভিয়েশন কুমিটোলাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল। বিএএফ শাহীন কলেজের কোচ মোঃ আঃ কুদ্দুছ ও টিম ম্যানেজার মুশফিকুর রহমান মিরাজ তাদের ছাত্রদের নিয়ে ভূয়সী প্রশংসা করেন। পরি শেষে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপাল ব্রিগোডিয়ার জেনারেলের আল ফারুক সিদ্দিক,বিএসপি,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি, এমফিল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |