শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

আপডেট
জানা গেল নারী বিশ্বকাপ শুরুর দিনক্ষণ

জানা গেল নারী বিশ্বকাপ শুরুর দিনক্ষণ

জানা গেল নারী বিশ্বকাপ শুরুর দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ নিয়ে তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বিসিবি বিশ্বকাপের সূচি এখনো প্রকাশিত হয়নি। নারী বিশ্বকাপ শুরু ও শেষের দিনক্ষণ। তথ্য অনুযায়ী চলতি বছরের ২৬ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কার্যক্রম। আর ক্রিকেটের এই মহাযজ্ঞ শেষ হবে ২১ অক্টোবর।

 আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে অক্টোবরের তিন তারিখ আর আসরের ফাইনাল হবে ২০ অক্টোবর। এর আগে ২০২২ সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক মিটিংয়ে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির আসরগুলোর আয়োজক নিশ্চিত করা হয়। যেখানে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশকে। আয়োজক স্বত্ব পাওয়ার পর এই বছরের ফেব্রুয়ারিতে আসরটির ভেন্যু চুড়ান্ত করে বিসিবি। যেখানে সিলেট ও ঢাকাকে চুড়ান্ত করা হয় আসরটির ভেন্যু হিসেবে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল দুই গ্রুপে অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। মূল আসরের আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে, বিকেএসপি-তে হতে পারে প্রস্তুতি ম্যাচগুলো। এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো: বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |