শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

আপডেট
করিমগঞ্জ সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক

করিমগঞ্জ সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক

করিমগঞ্জ সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশী যুবক আটক

আহসান হাবীব লায়েকঃ করিমগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র হাতে সাহাব উদ্দিন (২৮) নামের এক বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। গত শনিবার ভোরবেলা করিমগঞ্জের কুশিয়ারা নদীর পাশ থেকে বিএসএফের ১৬ ব্যাটালিয়ন তাকে আটক করে।

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করেছে বিএসএফ। জানা যায়, কুশিয়ারা নদীতে সাঁতার কেটে ভারতে প্রবেশ করার ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। তাৎক্ষণিক বিশেষ একটি টিম অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল ফোনে বেশিরভাগ নাম্বার ভারতের করিমগঞ্জের আশপাশ এলাকার।

তবে জকিগঞ্জ কাস্টমসে কর্তব্যরত বিজিবি জওয়ানরা জানান, এ ব্যাপারে কেউ তাদেরকে অবগত করে নাই এবং বাংলাদেশী নাগরিক আটকের কোনো তথ্য জানা নেই। জানা যায়, আটক যুবক দীর্ঘদিন থেকে জকিগঞ্জ টাউন ঈদগাহ সংলগ্ন এলাকায় বসবাস করতো। সে বাবুল মিয়া সাপুড়ির ছেলে। তার বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |