শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

সন্তানের নামে ট্যাটু আঁকার পর ভিনিসিয়াস জানলেন, তিনি বাবা নন

সন্তানের নামে ট্যাটু আঁকার পর ভিনিসিয়াস জানলেন, তিনি বাবা নন

সন্তানের নামে ট্যাটু আঁকার পর ভিনিসিয়াস জানলেন, তিনি বাবা নন

অনলাইন ডেস্ক: ফুটবলার ভিনিসিয়াসের মত দুঃখী আর কেউ কি আছে? নিজের সন্তানের নামে গায়ে ট্যাটু করার কিছুদিন পর জানতে পারলেন ওই সন্তানই তার না। তার স্ত্রী তার সাথে চিট করেছে। একজন বাবার জন্য এটা সত্যিই খুবই দুঃখের। তবে সত্য এ ঘটনাকে আড়াল করার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ভিনিসিয়াস টোবিয়াস বাহুতে তার সন্তানের নামের ট্যাটু করার পরে শিরোনাম হয়েছেন। ডিএনএ পরীক্ষার পর জানা যায় যে, ভিনিসিয়াস টোবিয়াস যে শিশুটির নামে তার বাহুতে ট্যাটু এঁকেছিলেন তিনি তার বাবা নন। ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার ও তার প্রাক্তন স্ত্রী ইনগ্রিড লিমা চলতি মাসের প্রথম দিকে তাদের মেয়ে মাইতেকে স্বাগত জানান। তার জন্ম উদযাপনের জন্য টোবিয়াস তার বাহুতে ‘মাইতে, আমি তোমাকে ভালোবাসি’ ট্যাটু আঁকেন।

ইনগ্রিড লিমা জানান, মাইতে গর্ভধারণের সময় তাদের সম্পর্ক অস্থিতিশীল ছিল। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে টোবিয়াস তার সন্তানের বাবা নন। ব্রাজিলিয়ান মিডিয়ার মতে, আসল বাবা একজন অ্যাকাই ডেলিভারি ম্যান বলে মনে করা হয়। লিমা সোশ্যাল মিডিয়ায় জানান, টোবিয়াস মাইতের বাবা নন। তিনি লিখেছেন, আমি এমন কিছু সম্পর্কে একটি বিবৃতি দিতে এসেছি যা বিরক্তিকর হয়ে উঠছে। তিনি বলেন, ভিনিসিয়াস এবং আমি কিছু সময়ের জন্য একসাথে ছিলাম না। সেই সময়ে আমি কারও সাথে সম্পর্কের মধ্যে ছিলাম এবং সেও ছিল। আমরা দুজনেই আমাদের জীবনের সাথে এগিয়ে গিয়েছিলাম। এরই মধ্যে মাইতে এসেছিল। ডিএনএ পরীক্ষা করার পর জানা গেছে, মাইতে ভিনিসিয়াসের মেয়ে নয়। অবশ্য এখনও টোবিয়াস ভিনিসিয়াস ডিএনএ পরীক্ষার ফলাফল সম্পর্কে মন্তব্য করেননি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |