বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছরের শিরোপার খরা ঘুচে লিওনেল মেসির আর্জেন্টিনার। এ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষেও ওঠে আলবিসেলেস্তেরা। এরপর থেকে জায়গাটা ধরেই রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু সম্প্রতি কিছুটা হলেও ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা।
কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ শুরুর পর এবার শীর্ষস্থান নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। সবশেষ পাঁচ ম্যাচে মাত্র দু’টিতে জয় পেয়েছে তারা। হেরেছেও দুই ম্যাচে। আর তাতেই সিংহাসন টলে উঠেছে আর্জেন্টিনার।
বুধবার ভোরে তাদের পরবর্তী প্রতিপক্ষ পেরু। নিজেদের ঘরের মাঠে পেরুর বিপক্ষে ম্যাচ হারলে বা ড্র করলে তার প্রভাব পড়তে পারে আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ে। এই ম্যাচে হারলে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান হারাতে হতে পারে আলবিসেলেস্তেদের।
এবারের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ ম্যাচে হেরেছে। এর মধ্যে দু’টি সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে। এই হারগুলোর একটি ঘরের মাঠে আর বাকি দু’টি প্রতিপক্ষের মাঠে। সবশেষ গত শুক্রবার (১৫ নভেম্বর) আসুনসিয়নে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির দল।
প্যারাগুয়ের বিপক্ষে হারের পর স্কালোনির দলের র্যাঙ্কিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৫৯.৭৯। ফ্রান্সের ১৮৫৯.৭৯। সর্বশেষ ম্যাচে ডেনমার্ককে হারানো স্পেন ১৮৪৮.৭৬। বাছাই পর্বে এককভাবে শীর্ষস্থান এবং ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেনের ওপরে জায়গা ধরে রাখতে এক মুহূর্ত একটি জয় আর্জেন্টিনার খুবই দরকার। আর্জেন্টিনা ও পেরুর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। এর ৪৫ মিনিট পর মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।