মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবুলসি রয়েছেন।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টার দিকে ওল্ড সিটির একটি ভবন ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। ওই ভবনটিতে ইব্রাহিম আল নাবুলসি ছিলেন। এসময় নাবুলসি ও তার সঙ্গীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় হয়। কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর নাবুলসিসহ তিন জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪০ জন।
নাবুলসিকে এর আগেও কয়েক বার আটকের চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছিল। আল-আকসা শহীদ ব্রিগেডের এই কমান্ডারকে ‘নাবুলসের সিংহ’ বলে ডাকা হতো।