বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। আজ বৃহস্পতিবার স্কটল্যান্ডের প্রাসাদে মারা যান তিনি। ৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটেনের রানি ছিলেন এলিজাবেথ। তার মৃত্যুর পর ব্রিটেনের রাজা হয়েছেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ। বিবিসি এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন চার্লস। এখন তার হাতেই যাচ্ছে ব্রিটেনের শাসন।
প্রিন্স চার্লসের বর্তমান বয়স ৭৩। যখন তার মা রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল ৩। তখন থেকেই সিংহাসনের উত্তারাধিকারী ছিলেন তিনি।
প্রিন্স চার্লসের রাজকীয় পদবি হলো প্রিন্স অব ওয়েলস। ১৯৮১ সালে তিনি প্রিন্সেস ডায়নাকে বিয়ে করেন। তার দুই ছেলে প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্স হ্যারি।
এদিকে প্রিন্স চার্লসের পর ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী হলেন প্রিন্স উইলিয়াম।