বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি অঞ্চল পুনর্দখলের দাবি জেলেনস্কির

এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি অঞ্চল পুনর্দখলের দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা গত সপ্তাহে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল পুনরুদ্ধার করেছে। শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন। খবর এএফপির।

জেলেনস্কি একটি ভিডিও’ও পোস্ট করেছেন। ওই ‍ভিডিওতে ইউক্রেনীয় সেনাদের বলতে শোনা গেছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বালাক্লিয়া দখল করেছে, যা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের দক্ষিণে অবস্থিত।

এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনী আরও দাবি করেছে, আক্রমণের পর তারা প্রায় ৫০ কিলোমিটার অগ্রসর হয়েছে। যা রাশিয়ানদের অবাক করে দিয়েছে বলেও দাবি করেছে তারা।

অবশ্য ইউক্রেনের এসব দাবির ব্যাপারে মুখ খোলেনি মস্কো।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |