বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

যুবরাজের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সৌদি নারীর ৪৫ বছরের জেল

যুবরাজের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সৌদি নারীর ৪৫ বছরের জেল

যুবরাজের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সৌদি আরবে নূরা আল-কাহতানি নামে পাঁচ সন্তানের জননীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৫০ বছর বয়সি ওই নারী নানা শরীরিক সমস্যায় ভোগছেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। খবর আরব নিউজের।

তার এ কারাদণ্ডের খবর গত মাসে প্রথম জানতে পারে একটি মানবাধিকার সংগঠন।

ডন নামে ওই অধিকার সংগঠনটির মধ্যপাচ্যে অঞ্চলের পরিচালক আব্দুল্লাহ আলাউধ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছেন।

তার টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিকবার সৌদি যুবরাজের বিরুদ্ধে স্ট্যাটাস পোস্ট করার অভিযোগ রয়েছে।

তার ওই টুইটার অ্যাকাউন্ট থেকে সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে পোস্ট করা হয়। এর পর থেকে তার অ্যাকাউন্ট বন্ধ রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |