বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত ১৮ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
আজ রোববার এক বিবৃতিতে তামাওলিপাসের প্রসিকিউটার কার্যালয় জানায়, প্রতিবেশী নিউভো লিওন রাজ্যের মন্টেরে থেকে তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়ায় যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জ্বালানি তেলবাহী ট্রাকটির বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।