বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

হঠাৎ করে ইজিয়ামে জেলেনস্কি

হঠাৎ করে ইজিয়ামে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হঠাৎ করে বুধবার খারকিভের ইজিয়াম শহরে উপস্থিত হন।

রুশ সেনাদের হটিয়ে দিয়ে সম্প্রতি ইজিয়াম দখল করে ইউক্রেনীয় সেনারা। এরপর এটি পরিদর্শনে গেলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেনের সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায় ইজিয়ামের মূল চত্ত্বরে ও প্রশাসনিক ভবনে গেছেন জেলেনস্কি। সেখানে ইউক্রেনের পতাকা উড়ানো হচ্ছে।

জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, আগে যখন আমরা উপরে তাকিয়েছি তখন শুধুমাত্র নীল আকাশ দেখার জন্য তাকিয়েছি। আজ আমরা যখন উপরে তাকাচ্ছি, তখন শুধু একটি জিনিস খুঁজছি– ইউক্রেনের পতাকা।

তিনি আরও বলেছেন, আমাদের নীল-হলুদ পতাকা উড়ছে দখলমুক্ত ইজিয়ামে। ইউক্রেনের সব জায়গায় এটি থাকবে। আমরা শুধুমাত্র একদিকে আগাচ্ছি– বিজয়ের দিকে।

ইজিয়ামকে দখলমুক্ত করার জন্য সেনাদের ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। সেনাদের সঙ্গে কথা বলেন তিনি। তাছাড়া বেশ কয়েকজন সেনা তার সঙ্গে সেলফিও তোলে।

এদিকে খারকিভের ইজিয়াম শহরটি রুশ সেনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই শহর ব্যবহার করে হামলা পরিচালনা করত তারা। তাছাড়া এটি ছিল রসদ পরিবহণের প্রাণকেন্দ্র। কিন্তু ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালালে রুশ সেনারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |