শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

আপডেট
ইউক্রেনে একদিনেই রাশিয়ার নিয়োগ দেওয়া ৫ কর্মকর্তা নিহত

ইউক্রেনে একদিনেই রাশিয়ার নিয়োগ দেওয়া ৫ কর্মকর্তা নিহত

ইউক্রেনের দক্ষিণে রুশ-অধিকৃত অঞ্চল লুহানস্ক, খেরসন এবং বার্দিয়ানস্কে গত কয়েক ঘণ্টায় কমপক্ষে পাঁচজন রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তা নিহত হয়েছেন বলে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ এসব মৃত্যুর জন্য কিয়েভকে দায়ী করেছে।

অবশ্য ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করেনি।

তাদের মধ্যে ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্কে নিজ কার্যালয়ে বোমা হামলায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রসিকিউটর জেনারেল সের্গেই গোরেঙ্কো নিহত হয়েছেন।

রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে।

একটি পৃথক প্রতিবেদনে ইন্টারফ্যাক্স দক্ষিণ ইউক্রেনের অধিকৃত খেরসন অঞ্চলে একজন রাশিয়ান নিয়োগকৃত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী শুক্রবার সেখানকার প্রশাসনিক ভবনগুলোতে হামলা চালিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |