শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

আপডেট
নেপালে ভূমিধসে ১৭ জনের মৃত্যু

নেপালে ভূমিধসে ১৭ জনের মৃত্যু

নেপালে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সুদুরপাশ্চিম প্রদেশের আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসের ঘটনাটি ঘটেছে। গত কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে এই এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান জেলা কর্মকর্তা দীপেশ রিজাল জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জেলাটিতে ভূমিধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানিয়েছেন, এ ঘটনায় আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিমানে করে সুরক্ষেত জেলায় নিয়ে যাওয়া হয়েছে। ভূমিধসে তিনজন নিখোঁজ রয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |