শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

আপডেট
ইউক্রেনের দাবিকে ‘মিথ্যা’ বলল রাশিয়া

ইউক্রেনের দাবিকে ‘মিথ্যা’ বলল রাশিয়া

খারকিভে তড়িৎ গতির পাল্টা আক্রমণ চালিয়ে খারকিভ থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা।

এ পাল্টা আক্রমণে খারকিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ইজিয়ামকেও দখলমুক্ত করে ইউক্রেন।

শহরটি পুনর্দখল করার পর ইউক্রেন দাবি করেছে ইজিয়ামে তারা গণকবরের সন্ধান পেয়েছে। এখন পর্যন্ত ৪৫০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি স্থানে কবর থেকে তোলা হয়েছে মরদেহ।

তারা দাবি করেছে, যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোতে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে, অনেক মরদেহের হাত বাঁধা ছিল এবং ইজিয়ামে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।

তবে ইউক্রেনের এ দাবিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে রাশিয়া।

সোমবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এটি বুচার মতো একই চিত্র। এটি একটি মিথ্যা এবং অবশ্যই এ ঘটনায় সত্যের পক্ষে থাকব।

এদিকে এর আগে কিয়েভের পাশের শহর বুচায় গণহত্যা ও যুদ্ধাপরাধ ঘটানোর অভিযোগ তোলা হয় রাশিয়ার বিরুদ্ধে। তবে ওই সময়ও এটি অস্বীকার করেছিল রাশিয়া।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |