শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

আপডেট
হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টিভি

হ্যাকিংয়ের শিকার ইরানের রাষ্ট্রীয় টিভি

ইরানের রাষ্ট্রীয় টিভি শনিবার হ্যাকিংয়ের শিকার হয়েছিল৷ সরাসরি খবর পরিবেশনের সময় ইরানের সরকার বিরোধী বার্তা প্রচার হয়। ওই সময় একটি মাস্কের ছবি ভেসে ওঠে টিভির পর্দায়৷ এর আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির একটি ছবি দেখানো হয়, যেখানে দেখা যায় তার চারপাশে আগুনের কুণ্ডলি। হ্যাকার গ্রুপটি ‘আলীর আদালত’ নামে নিজেদের পরিচয় দেয়। আয়াতুল্লাহ খামেনি ছাড়াও পুলিশের গুলিতে নিহত তিন তরুণীর ছবি ভেসে ওঠে৷ যার মধ্যে ছিল কুর্দি তরুণী মাসা আমিনির ছবিও৷

মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে তিন সপ্তাহ যাবত ইরানে হচ্ছে তুমুল বিক্ষোভ। এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ তাছাড়া জনপ্রিয় দুইজন তরুণীকে ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে ইরান সরকারের বিরুদ্ধে৷ এর মাঝেই টিভি হ্যাক হওয়ার ঘটনা ঘটল। হ্যাকাররা চলমান আন্দোলনে যোগ দিতে সকলকে আহ্বান জানিয়েছে৷

সূত্র: বিবিসি

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |