শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

আপডেট
ইথিওপিয়ায় জোড়া ভূমিধসে নিহত ২২৯

ইথিওপিয়ায় জোড়া ভূমিধসে নিহত ২২৯

অনলাইন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় গোফা জেলা রবি ও সোমবার দুটি ভূমিধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২২৯ জন। মঙ্গলবার (২৩ জুলাই) দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর গোফা শাখা কার্যালয়ের প্রধান মার্কোস মেলেসি রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য।

মার্কোস জানান, রবিবার রাতে প্রদেশের এক এলাকায় ভূমিধস ঘটে। তারপর সোমবার সকালে একই এলাকায় ফের ঘটে এই দুর্ঘটনা। প্রথমবারের ভূমিধসের শিকারদের সহযোগিতা করার জন্য যারা এসেছিলেন, তাদের অনেকেই মাটিচাপা পড়েন দ্বিতীয় ভূমিধসে।

টেলিফোনে রয়টার্সকে মার্কোস মেলেসি বলেন, আটকে পড়াদের উদ্ধার করতে আমরা সেখানে খোড়াখুঁড়ির অব্যাহত রেখেছি। কবে সেখানে কাজ শেষ করতে পারব— তা এখনও বলতে পারছি না। তিনি আরও জানান, রবিবার প্রথম ভূমিধসে নিহত হয়েছিলেন ৫০ জন। বাকিরা নিহত হয়েছেন দ্বিতীয় ভূমিধসে।

সরকারি দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি সাধারণ লোকজনও হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে—কোদাল-বেলচা নিয়ে, এমনকি খালি হাতেও অনেকে নেমে পড়েছেন উদ্ধারকাজে।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট আবি আহমেদ এবং আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপার্সন মুসা ফাকি মাহমাত নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সান্ত্বনা জানিয়েছেন। সূত্র : রয়টার্স

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |