রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এক মাস আগে গতকাল শনিবার (৫ অক্টোবর) তিনি সেখানে বিশাল এক জনসভার আয়োজন করেছেন। খবর রয়টার্স নির্বাচনী জনসভায় ট্রাম্প গত ১৩ জুলাই কানে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা স্মরণ করেন। এক পর্যায়ে তিনি তার বক্তৃতার মাঝখানে টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্কে মঞ্চে ডাকেন। গত ১৩ জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্পের এটাই প্রথম জনসভা ছিল।
ট্রাম্পের আহ্বানে হাত নাড়িয়ে মঞ্চে উঠেন ইলন মাস্ক। এ সময় তিনি বলেন, এ নির্বাচনে অবশ্যই ট্রাম্পের জয়ের জন্য ভোট দেয়া উচিত। কারণ তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে প্রসিডেন্ট নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাস্কি বলেন, আপনাদের সবাইকে ট্রাম্পের হয়ে কাজ করা উচিত। গত ১৩ জুলাই বন্দুকধারী গুলিতে নিহত ফায়ারফাইটার কোরি কম্পেরেটনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে করেন ট্রাম্পে। এছাড়া ওই ঘটনায় আহত আরও দুজনের কথাও উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প তার বক্তৃতায় বলেন, বিদেশি শত্রুর চেয়ে দেশের শত্রুই সবচেয়ে বেশি বিপদজনক। কারণ একজন ঠাণ্ডা মাথার খুনি আমাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।