শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন

১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী

১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী

১১ বছর পর পাকিস্তানের মাটিতে চীনের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের কোনো প্রধানমন্ত্রী। সোমবার (১৪ অক্টোবর) লি কিয়াংকে অভ্যর্থনা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা রেড জোনে ১৫ ও ১৬ অক্টোবর এসসিও সম্মেলন হবে। সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করেছে পাকিস্তান সরকার।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সেই সঙ্গে দেশজুড়ে তিন দিন সরকারি ছুটি-ও দেওয়া হয়েছে। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাণিজ্যকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ রয়েছে। ইতোমধ্যেই রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে। বর্তমানে পাকিস্তানে চীনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলছে এবং এসব প্রকল্পের কাজ দেখাশোনা করতে চীনের বেশ কয়েকজন কর্মকর্তা পাকিস্তানে অবস্থান করছেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |