মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। যাত্রীবাহী ওই বাসকে পেছন থেকে একটি ট্রাক্টর ট্রেইলার ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারায় ও খাদে পড়ে যায়। খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় উদ্ধার কর্মীরা। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। পথে জাকাতেকাসে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। জেকাতেকাস গভর্নর ডেভিড মনরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে জানানো হয়। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আগেই ট্রাক্টর ট্রেইলারের চালককে গ্রেপ্তার করা হয়েছে।