সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

লেবাননের বালবেকে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬০

লেবাননের বালবেকে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬০

লেবাননের বালবেকে ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৬০

অনলাইন ডেস্ক: লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ এ হামলায় শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মূলত, হামলার পর বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এ তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের সর্বশেষ এই হামলায় নিহতদের মধ্যে অন্তত দুই শিশুও রয়েছে। হামলায় কমপক্ষে আরও ৫৮ জন আহত হয়েছেন। এদিকে হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনও চলছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি। এর আগের সপ্তাহে এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করা হয়েছিল। এছাড়া গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। যার মধ্যে ১২৭ জন শিশুও রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |