মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: চারদিন আগে ছেলের মৃত্যু হয়েছে। খাবার চেয়ে পানি চেয়ে ডাকলেও সাড়া দিচ্ছে না। ভাবছিলেন কী হলো? কেন ছেলে তাদের খাবার-পানি দিচ্ছে না। তবে অন্ধ এই বাবা-মা জানতেনও না তাদের ৩০ বছর বয়সী ছেলে মারা গেছে এবং চারদিন ধরে তার মরদেহ ঘরের ভেতরই পড়ে আছে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের অন্ধ কলোনিতে। সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৯ অক্টোবর) জানিয়েছে, গতকাল সোমবার ওই ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তার প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে বাজে গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। এরপর তারা গিয়ে দেখেন সেখানে পড়ে আছে মরদেহ। স্থানীয় থানার প্রধান কর্মকর্তা সুরিয়া নায়ক বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, অন্ধ ওই বাবা-মায়ের বয়স ৬০ বছর। তারা তাদের ছেলেকে খাবার ও পানির জন্য ডাকাডাকি করছিলেন।
কিন্তু তাদের গলার স্বর কম হওয়ায় প্রতিবেশীরা কিছুই শুনতে পাননি। পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, অন্ধ দম্পতিকে খুবই করুণ অবস্থায় উদ্ধার করেছেন তারা। ওই দুইজন প্রায় অজ্ঞান অবস্থায় ছিলেন। তাদের উদ্ধার করে দ্রুত খাবার ও পানি দেওয়া হয়। তিনি জানিয়েছেন, এই বৃদ্ধ দম্পতির ছেলে খুব সম্ভবত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। কীভাবে মৃত্যু হলো সেটি খুঁজে বের করতে মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এই বৃদ্ধের বড় ছেলে, যিনি শহরের আরেক প্রান্তে থাকেন তাকে খবর দেওয়া হয়েছে এবং তার কাছেই তাদের দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়েছে।