বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন

গ্রিসে মহান বিজয় উদযাপন

গ্রিসে মহান বিজয় উদযাপন

হোসেন মোহাম্মাদ সুমন, গ্রিস প্রতিনিধি: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি গ্ৰিসে বাংলাদেশ দূতাবাস এথেন্সের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়।

দিবসটির শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়।এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। পরবর্তীতে মহান বিজয় দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত তার বক্তব্য পেশ করেন। বক্তব্যের শুরুতে ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, তিনি মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ১ম সচিব রাবেয়া বেগম। বিজয় দিবসের উপর বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক এইচএম জাহিদুল ইসলাম, গ্ৰিস বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন চৌধুরী, সদস্য সচিব আশারাফ উদ্দিন ঠাকুর টিপু , সাবেক সভাপতি মোখলেছুর রহমান। এছাড়াও নেয়া মানলাদার ডেপুটি মেয়র ও গ্ৰিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। পরে দোয়েল সংগঠনের শিল্পীবৃন্দরা গান পরিবেশনা করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |