বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মরদেহ, আটক ১৪

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মরদেহ, আটক ১৪

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে এক শ্রমিক সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর গরুর খোয়ার মোড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জন নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম রমজান আলী। তিনি গত ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীতে ভবন নির্মাণের কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর ভবনের নির্মাণ শ্রমিকরা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |