শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

আপডেট
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুজন রোহিঙ্গা নেতাকে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা। বুধবার (১০ আগস্ট) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ক্যাম্পের সি-৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫) ও একই ক্যাম্প ১৫ ব্লক সি-১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০)।

জানা গেছে, মঙ্গলবার রাতে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের সমতল হতে অনুমান ১৫০ ফিট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের শেড নং-১০১০ এর সামনে দুর্বৃত্তদের গুলিতে সি ব্লকের হেড মাঝি আবু তালেব ও সি-৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেন গুরুতর আহত হয়ে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি হয়। পরে সৈয়দ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। একই সঙ্গে আবু তালেবের অবস্থা আশংকাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে কুতুপালং এমএসএফ হাসপাতালে পৌঁছলে সেখানকার চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে জানা যায় পূর্বশত্রুতার জের ধরে প্রায় ১০ জন দুষ্কৃতকারী পূর্বপরিকল্পিতভাবে দুজনকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |