শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

আপডেট
ছোট পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘গরম মহল্লা’

ছোট পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘গরম মহল্লা’

বিনোদন প্রতিবেদক :

রাাজধানী ঢাকার মহল্লার গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা নাসির উদ্দিন মাসুদ নির্মাণ করেছেন তারকাবহুল ধারাবাহিক ‘গরম মহল্লা’। এ আর এন্টারটেইনমেন্টের সৌজন্যে সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ধারাবাহিকটিতে রাজধানী ঢাকার একটি মহল্লার চিত্র তুলে ধরা হয়েছে। দুই প্রভাবশালী পরিবারের উপর নির্মিত এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, সিদ্দিকুর রহমান, চাষী আলম, এফ এস নাঈম, অ্যালেন শুভ্র, সালহা খানম নাদিয়া, আব্দুল্লাহ রানা, কচি খন্দকার, ওয়ালিউল হক রুমি, মানসি প্রকৃতি, সুস্মিতা সিনহা, তামান্না সরকার, আইরিন, সিয়াম নাসির, শমি, হারুন বান্টি, নীলা ইসলামসহ অনেকেই।

নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে নির্মাতা নাসির উদ্দিন মাসুদ বলেন, ঢাকার শহরের একটি মহল্লাকে কেন্দ্র করে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। সেই মহল্লার দুই প্রভাবশালী পরিবারকেই কেন্দ্র করেই এই ধারাবাহিক নির্মাণ করেছি। মানুষ বংশ পরম্পরায় জায়গা সম্পত্তি পায় এটি আমরা দেখেছি। তবে এই নাটকে দেখা যাবে বংশ পরম্পরায় দ্বন্দ পাওয়ার ঘটনা। এলাকায় কোন প্রোগ্রামের দাওয়াত পেলে দুই পরিবারকেই দাওয়াত দেওয়া হয়।

মহল্লার কোন শালিশ হলে বিচারক হিসেবে দুই পরিবাররে দুজন বিচারকের আসনে বসেন। মহল্লার প্রভাব বিস্তারের বিভিন্ন কর্মকান্ডও তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, নাটকটিতে ‘গরম মহল্লা’র’ দুই পরিবারের হাস্যকর কর্মকান্ড, পারিবারিক সমস্যা, দ্বন্দের এই বিষয়গুলো দর্শক প্রচন্ড রকম উপভোগ করবে। আমি আশা করি এই ধারাবাহিকের সকল চরিত্র দর্শকদের ভাল লাগবে। একপর্বের শেষে আরেক পর্বের অপেক্ষা দর্শক করবে এমনভাবেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের চরিত্রগুলো সকলে অনেক ভালভাবে তুলে ধরেছে। নাটকটির শুটং শেষ হয়েছে সম্প্রতি । খুব দ্রতই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |