শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

আপডেট
সেই প্রস্তাবে রাজি না, সাফ জানিয়ে দিল রাশিয়া

সেই প্রস্তাবে রাজি না, সাফ জানিয়ে দিল রাশিয়া

ইউক্রেনের জাপোরিঝিয়া পাওয়ার প্ল্যান্টে কয়েকদিন ধরে হামলা হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আহ্বান জানিয়েছেন, পাওয়ার প্ল্যান্টটি থেকে যেন সেনাদের সরিয়ে নেওয়া হয় এবং পাওয়ার প্ল্যান্টের আশপাশ নিরস্ত্রীকরণ করা হয়।

বর্তমানে জাপোরিঝিয়া প্ল্যান্ট রুশ সেনাদের দখলে আছে।

তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি শুক্রবার জানিয়েছেন, এমন প্রস্তাবে রাজি না রাশিয়া। পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেবে না তারা।

এ ব্যাপারে রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, এটিকে নিরস্ত্রীকরণ করা হলে, যারা প্ল্যান্টটিতে যেতে চান তাদের যাওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। কেউ জানে না তাদের লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে। আমরা প্ল্যান্টটিতে কোনো উস্কানির, জঙ্গি হামলার বিষয়ও উড়িয়ে দিতে পারি না। এটি আমাদের অবশ্যই রক্ষা করতে হবে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার ঠিক পরপরই জাপোরিঝিয়া প্ল্যান্টটি দখল করে রুশ সেনারা। এরপর এটি তাদের নিয়ন্ত্রণেই আছে।

জাপোরিঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। তাছাড়া বিশ্বের মধ্যে এটি ১০টি বৃহৎ প্ল্যান্টের একটি।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |