শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

আপডেট
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে- মুফতি মুনীর উদ্দিন 

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে- মুফতি মুনীর উদ্দিন 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর
আমীর মুফতি মুনীর উদ্দিন বলেছেন,  সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
গত শুক্র বার দুপুরে খুলনাস্থ তাঁর বাসভবনে
কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা বাস্তবায়নের লক্ষে খুলনা মহানগরীর দায়িত্বশীলদের নিয়ে বিশেষ আলোচনা ও মতবিনিয়ে তিনি এ কথা বলেন।
খুলনা জেলা সভাপতি শেখ আনিসুর রহমান এর সভাপতিত্বে   তিনি আরও বলেন আসন্ন কেন্দ্রীয় তাবলীগী  ইজতেমা খুবই সন্নিকটে।
  ইজতেমা বাস্তবায়নে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে ইজতেমার প্রচার প্রচারণা চালাতে হবে। এসময় তিনি বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর  উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে  সফল ভাবে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণে সকল সহযোগিতার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ এছাড়াও এতে  বক্তারা সংগঠনের  বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।
 এসময় খুলনা জেলা সহকারী আমীর আনিসুর রহমান,  গোলাম সরওয়ার,শেখ জামাল,  তরিকুল ইসলাম বন্দ, কামরুল বন্দ, ছাত্র তাবলীগের সাইদ বিন মুনীর, শাকিল, রেজা আল সামাউনসহ সংগঠনের শতাধিক দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |