শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

আপডেট
রাউজানে শোক দিবস উপলক্ষে ফারাজ করিম চৌধুরীর ব্যতিক্রমী 

রাউজানে শোক দিবস উপলক্ষে ফারাজ করিম চৌধুরীর ব্যতিক্রমী 

মোহাম্মদ : আলাউদ্দীন (চট্টগ্রাম) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচী পালন করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে উদ্যোমী নারী ও পুরুষদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রেরণা দেওয়ার জন্য গত কালp সারাদিনব্যাপী রাউজান উপজেলার পৌর এলাকায়, গহিরা, চিকদাইর, হলদিয়া, কদলপুর ও বিনাজুরী এলাকায় ক্ষুদ্র কুটির শিল্পের সাথে সংশ্লিষ্ট মানুষদের বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন ফারাজ করিম চৌধুরী।
এসব সামগ্রীর মধ্যে ছিল মোড়া বানানো ফিতা, নকশিকাঁথার সামগ্রী, কাপড়, সুতা, চাঁক, সুঁই, কাচি, বাঁশ, প্লাস্টিকের দড়ি, পুঁথির সামগ্রী, পাটি বানানোর সামগ্রী, বেতের সামগ্রী সহ আরো বিভিন্ন সামগ্রী। এসব উপহার পেয়ে প্রান্তিক জনপদের উদ্যোমী মানুষগুলো অত্যন্ত খুশি হয়েছেন৷ এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে বলেন, “সেই রাজনীতির স্বপ্ন দেখি, যে রাজনীতির মাধ্যমে রাজনীতিবিদের নয় বরং জনগনের পকেটে টাকা আসবে। ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে আমি এমন কর্মসূচী গ্রহন করেছি, যে কর্মসূচীর ফলে মেধা বিকশিত হবে আর সাধারণ মানুষের পকেটে পয়সা আসবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় সোনার কাজ করে থাকলেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধুকে সম্মান জানানো হয়ে থাকে।”

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |