বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে আরো দুইটি নিজস্ব বাস যুক্ত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে বাস দুইটি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিবহন সংকট কমাতে এই দুটি বাস যুক্ত হচ্ছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘পরিবহন পুলে যুক্ত নতুন দুইটি নিজস্ব বাস যুক্ত হচ্ছে। ভাড়া বাস ও নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি আমরা। বাস দুটি পরিবহন বহরে যুক্ত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সংকট দূরীকরণে কাজ করে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের বেশ কটি নিজস্ব বাস থাকলেও ভাড়া বাস ব্যবহার করতে হচ্ছে। এরপরও শিক্ষার্থীদের ভিড় লেগেই থাকে বাসগুলোতে। এই সংকট দূর করার জন্য প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।